অনেকদিন থেকেই ভাবছিলাম সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের উপর একটি লেখা লিখব। অনেকেই চাপাচাপি করছিল এই ভ্রমণের উপর একটা বই লেখার জন্য। বই লেখা সাধারণ কথা না, তবুও সাহস করে অল্প অল্প করে লেখা লিখতে শুরু করলাম। কিন্তু লেখা অথবা বইটার একটা নাম দেয়া উচিত বইয়ের নাম নিয়ে পড়লাম ঝামেলায়।
৬৪ জেলা ঘুরে আসার পর কয়েকদিন বেকার থাকার পর আবার যোগ দিয়েছিলাম ‘এশীয় শিল্প ও সংস্কৃতি সভা’য় এর আগেও অনেক বছর কাজ করেছি এখানে। বলতে গেলে আমার অন্য কোথাও কাজই করা হয়ে উঠেনি।
একদিন অফিস থেকে বের হয়ে সলিমুল্লাহ স্যারের সাথে তাঁর বাসায় ফিরছিলাম, স্যার কথায় কথায় বললেন, ‘স্যার “৬৪ জেলায় যা দেখেছি” নামে আপনার অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখে ফেলেন।’ নামটাও আমার বেশ পছন্দ হলো, তা ছাড়া আমিও একটা নাম খুঁজছিলাম। যদিও এই নামটা স্যার ধার করেছিলেন আহমদ ছফার একটা লেখার নাম থেকে। আহমদ ছফা সেই লেখাটি লিখেছিলেন ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ঢাকায় থাকা অবস্থায় যা দেখেছিলেন। তাঁর লেখাটির নাম ছিল ‘ঢাকায় যা দেখেছি যা শুনেছি’; সম্ভবত বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপর এটাই প্রথম লেখা।
পুরা লেখাটা হয়ে গেছে বলবো না, তবে চার ভাগের এক ভাগ হয়ে গেছে, তাই ঠিক করেছি আমার এই ওয়েবসাইটে নিয়মিত, অল্প অল্প করে দিবো। নিয়মিত ওয়েবে লেখা দেয়ার সুবাধে যদি লেখাটি শেষ হয় এই আশায়। ইচ্ছা আছে পুরো লেখাটি একসঙ্গে করে সুযোগ হলে বই আকারে বের করবো। লেখাটি শেষ হলে যে, এটাই আমার প্রথম বই সেটা দাবি করা যাবে না। কারণ শ্রীলঙ্কার উপর একটা বই লেখা শেষ করে ফেলেছি অনেক আগেই। তাই এটা যদি শেষ করতে পারি তা হলে এটা হবে আমার দ্বিতীয় বই। যদিও আগের বইটি এখনো অপ্রকাশিতই রয়ে গেছে। তবে আশা করি ভবিষ্যতে কোন একদিন দুটি বই-ই প্রকাশিত হবে।
আমার জীবনের সঙ্গে কিভাবে যেন আহমদ ছফা, সলিমুল্লাহ খান, আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান (রাসেল) এই নামগুলো জড়িয়ে আছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে ঢুকলেও তাঁদেরকে কখনই ছাড়া হয়নি। সেই কারণে অনেক লেখাতে এই মানুষগুলোর নাম বার বার ফিরে আসে। তাঁদের কাছে আজীবন ঋণি, কারণ আমার জন্ম এই মানুষগুলোর ভেতর থেকেই। আজকে আমি ১/২ পাতা লিখতে পারি এই মানুষগুলোর জন্যই।
৬৪ জেলা সাইকেল ভ্রমণের আয়োজনে ছিলো, ভ্রমণ বাংলাদেশ।
অপেক্ষায় রইলাম আর অনেক অনেক শুভকামনা।
Good Luck Bro!
Onek onek shuvo kamona roilo bro……amra asi pashe. carry on
অপেক্ষায় রইলাম
খুব ভালো লাগছে
অপেক্ষায় থাকলাম বইয়ের 🙂
[…] ৬৪ জেলায় যা দেখেছি (ভূমিকার পরিবর্তে) […]