সবাইকে শুভেচ্ছা।
আমি মো: শরীফুল ইসলাম (https://www.facebook.com/sharif.thagor)। এই ওয়েব সাইটটি আমার ব্যক্তিগত ওয়েব সাইট। ওয়েব সাইট না বলে এটাকে এক ধরনের ব্লগও বলা যেতে পারে।
মূলত রাব্বি ভাইকে দেখেই লেখার আগ্রহ তৈরি হয়। ওয়েবটিও খুলে দিয়েছেন রাব্বি ভাই। ভাইয়া যে শুধু ওয়েব খুলে দিয়ে সহযোগীতা করেছেন তা না। তিনি আমার অনেক স্বপ্ন পূরণেও সহযোগীতা করেছেন। সেই কারণেই হয়তো প্রতি নিয়ত ভাইয়াকে জ্বালিয়ে যাচ্ছি, হয়তো ভবিস্যতেও জ্বালাব। তাই ভাইয়াকে আলাদাভাবে ধন্যবাদ দিলাম না। দেয়ার প্রয়োজনও মনে করি না, ভাই তো ভাইয়ের জন্য একটু জ্বালাতন সহ্য করবেই। 😉
এই ওয়েব সাইটে কয়েকটি ক্যাটাগরি আছে। যেমন:- লাইফ, রাইড, রান ইত্যাদি।
এই ক্যাটাগরিগুলো এভাবে সাজানো হয়েছে:-
Life (লাইফ): লাইফে থাকছে আমার জীবনী।
Ride (রাইড): রাইডে থাকছে আমার সাইক্লিং ভ্রমণ এর গল্প।
Run (রান): রানে থাকছে আমার অন্যান্য ভ্রমণ বিষয়ক গল্প।
মহাফেজখানা: এখানে থাকছে অন্য লেখকদের দুর্লভ লেখা।
Others (আদার্স): আদার্স এ থাকছে হজবরল লেখাযোখা।
Guest Writer (গেস্ট রাইটার): গেস্ট রাইটার এ থাকছে অন্যান্য বা অতিথি লেখকদের লেখা।