সাইক্লিস্টদের ব্যবহার কেমন হওয়া উচিৎ?

এখন কথা হলো আমরা যারা সাইক্লিং করি, তাদের কি এই ধরনের ব্যবহার করা উচিৎ? আমরা যদি এই ধরনের ব্যবহার করি তা হলে দুইদিন পর মোটরসাইকেল ওয়ালাদের মতো আমাদেরও গালি দিবে। আমাদের উচিৎ না নিজেদের এই ধরনের আচরন থেকে সংযোত রাখা?

Continue reading

শিবু কুমার শীল

তাঁর যে আরো প্রতিভা ছিল সেটা জানা ছিল না, অনেকদিন পর আবিষ্কার করলাম তিনি নাটকও লিখেন। একদিন রাসেল ভাইয়ের বাসায় দেখি একটা নাটকে অভিনয়ও করতেছেন, নাম কফি হাউজ। ততদিনে ফেসবুক মোটামুটি জনপ্রিয় হইয়া গেছে। আমাদের কাক এলিফেন্ট রোড থেকে লালমাটিয়া স্থানান্তর হইলো। শিবু দা’র সঙ্গে যোগাযোগও বাড়তে থাকলো। তার আরও একটা প্রতিভা বের হইলো সেটা আগে জানতাম না, তিনি কিছু কিছু কবিতাও লিখছেন। আর গান লেখা, সুর করা, গান গাওয়া সেটা আরো আগে থেকেই জানতাম। ফেসবুকের কল্যানে দেখতে পেলাম টুকটাক লেখালিখিও করেন, লেখাও মাশআল্লাহ। আরেকটা প্রতিভা বাদ পইরা গেল, তিনি শর্ট ফিল্ম তৈরি করে থাকেন। আরো দুয়েকটা প্রতিভা বাদ পইরা যেতে পারে হয়তো আরো কিছুদিন পর বের হবে। এত কিছু একটা মানুষ কেমনে করে?

Continue reading