পাখি ডাকে, সোনা শোনে—সময় তবু নীরব,
সব সুর ফেরে না সবার ঘরে।
কাকে বলো? অভিমান—কার সঙ্গেই বা?
এভাবেই হয়, হতেই থাকে—
হৃদয় ভেঙে তছনছ, শব্দ ঝরে ধুলোয়,
অন্ধকারাচ্ছন্ন কুয়াশা রাত হয়ে থাকে স্মৃতি।
কিছুই থাকে না শেষে—
যে পায় সে পেয়ে যায়,
বাকিসব হারায় অচেনা অন্ধকারে—পাখি, সোনা, বিনু।