আমার ভূমিকা
শ্রীরামনাথ বিশ্বাসের জন্ম ১৮৯৪ সালের জানুয়ারি মাসে। তাঁর জন্মস্থান বর্তমান বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং-এ। তিনি বাই-সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বের হন। তাঁর মৃত্যু হয় ১৯৫৫ সালে।
তাঁর সম্পর্কে আমরা খুবই কম জানি। আমাদের কাছে তিনি ভূপর্যটক হিসেবেই পরিচিত। তিনি জীবিত অবস্থায় প্রায় ৩৯ টি বই লিখে গিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে তাঁর কোন বই বাজারে পাওয়া যায় না। আমরা ‘আজকের আমেরিকা’ নামে তাঁর লেখা একটি বইয়ের পিডিএফ ভার্সন উদ্ধার করতে পেরেছি।
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বইটি পর্যায়ক্রমে ছোট ছোট সংখ্যায় নিয়মিত অ্যাডভেঞ্চার বাংলাদেশের ওয়েব সাইটে প্রকাশ করবো। বইটি প্রকাশের ক্ষেত্রে লেখকের নিজস্ব বানানরীতি ঠিক রাখা হয়েছে। তবে আমরা যে সব জায়গায় কম্পোজ মিস্টেক মনে করেছি, সেখানে তা শুদ্ধ করে দেয়ার চেষ্টা করেছি। এ ছাড়া আর কোন পরিবর্তন করা হয়নি। যেহেতু বইটি পিডিএফ থেকে আমরা পুনরায় কম্পোজ করেছি, সেহেতু আমাদের নিজেদের কম্পোজ মিস্টেক থাকাটাও অস্বাভাবিক নয়। বইটি প্রথম প্রকাশিত হয় ডিসেম্বর ১৯৪১ সালে, আমরা বইটির তৃতীয় সংস্করণ থেকে নিয়েছি। তৃতীয় সংস্করণ এপ্রিল ১৯৪৫ সালে প্রকাশিত হয়।
প্রকাশকের নিবেদন
ভূপর্যটক শ্রীরামনাথ বিশ্বাস ১৯৩১ সালের ৭ জুলাই সিংগাপুর হতে রওয়ানা হয়ে মালয়, শ্যাম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান হয়ে কেনেডা যান। কেনেডা হতে ফেরার পথে তিনি ফিলিপাইন দ্বীপ এবং বালী হয়ে জাভায় পৌঁছেন। জাভা হতে তিনি ফের সিংগাপুরে এসে ভ্রহ্মদেশ হতে ভ্রমণ শুরু করে আফগানিস্থান, ইরান, ইরাক, সিরিয়া, লাবানন, তুর্কী, বুলগেরিয়া, যুগশ্লাভিশা, হাংগেরী, অস্ট্রিয়া, চেকোস্লাভিকিয়া, জার্মেনী, হলে-, বেলজিয়ম, ফ্রান্স হয়ে ইংলণ্ডে যান। তথা হতে ভগ্ন স্বাস্থ্য নিযে দেশে ফিরেন এবং তারপর শীরর ঠিক করে আফ্রিকায় গিয়ে কেনিয়া, উগান্ডা, টাংগানিয়াকা, ন্যাসালে-, উত্তর এবং দক্ষিণ রডেসিয়া, পর্ত্তুগীজ-পূর্ব আফ্রিকা, ত্রান্সভাল, নাটাল, কেইপ প্রভিন্স্ অব আমেরিকা এবং কেনেডা ভ্রমণ করে ১৯৪০ সালের প্রথম ভাগে দেশে ফিরেন।
আজকের আমেরিকার বর্তমান সংস্করণে গ্রন্থকার অনেক পরিবর্তন এবং পরিবর্ধন করেছেন, এবং “হলিউডের আত্মকথা”য় আমেরিকায বাকি ভ্রমণটুকু প্রকাশ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
কলিকাতা,
এপ্রিল, ১৯৪৫
প্রকাশক
