আমার চিন্তাভাবনা ছিল স্মার্ট ফোন ব্যবহার করবো না। অন্তত খুব বেশি প্রয়োজন না হলে স্মার্ট ফোন কিনবো না। বছর দুয়েক আগে পর্যন্তও এই বিষয়ে আমার অনীহা ছিল। কারণ স্মার্ট ফোন যে প্রয়োজনে লোকজন ব্যবহার করে আমার সেই প্রয়োজনগুলা নাই বা ছিল না। মালয়েশিয়া যাওয়ার সময় Habib Ullah Bahar ভাই নতুন ফোন উপহার পাওয়ার পরে তাঁর আগের ফোনটা আমাকে ব্যবহার করতে দিয়েছিলেন, আর ফেরত নেন নাই। সেই থেকে স্মার্ট ফোনের ব্যবহার শুরু। আজ হঠাৎ স্যারের বাসা থেকে ফেরার সময় কোন এক ফাঁকে মোবাইলটি হারিয়ে যায়। বেশি মন খারাপ লাগছিল বাহার ভাইয়ের দেয়া উপহারের জন্য। নিজের কেনা হলে এত মন খারাপ লাগতো না।
.
চিন্তা করে দেখলাম স্মার্ট ফোন দিয়ে আমি কি করি?
১. প্রতিদিনের সাইক্লিং অথবা হাঁটা স্ট্রাভা রেকর্ড করি।
২. কোন কারণে বাসে উঠলে অথবা বাড়িতে গেলে পিডিএফে অথবা ‘সেই বই’ অ্যাপস থেকে বই পড়ি।
৩. মাঝে মাঝে ছবি তুলি সেই ছবি দিয়ে টুকটাক গুগুল লোকাল গাইডে নিজের লেভেল বাড়াই।
৪. হয়তো মাঝে মাঝে ফেসবুক ব্যহার করি অথবা অন্য কোন কাজ করি।
৫. ভ্রমণে অথবা অন্য কোন কাজে গুগল ম্যাপটা কাজে লাগে।
.
এরপর হিশাব করলাম এইগুলা না করলে কি হবে?
১. আগে তো বহু কিলোমিটার সাইকেল চালিয়েছি কোন রেকর্ড নাই তো কি হয়েছে? না করলেও চলবে।
২. কিনডেল আছে সেখানেও আরাম করে বই পড়া যাবে।
৩. লেভেল না বাড়লে আমার কোন সমস্যা নাই, কোন আফসোস অনুভব করছি না।
৪. এই জিনিশ না করলেও সমস্যা নাই। অফিসে বাসায় দুই জায়গাতেই নেট আছে। ভ্রমণে গিয়ে এই কাজটা করতে খুব একটা পছন্দও করি না।
৫. যে কারণে লোকজন আমাকে সামান্য চেনে সেই কাজগুলা তো গুগল ম্যাপ ছাড়াই করতে পেরেছি।
.
তারপরেও কেন জানি বাসায় ফিরে এসে জিনিশপত্র রেখে আবার বের হলাম যদি পাই। ফোন দিলাম নাম্বারে, সঙ্গে সঙ্গে ফোন ধরলো। ঐপাস থেকে নারী কণ্ঠ। শুনতে মধুর (আর এই রকম হারানো জিনিশ পাওয়ার সম্ভাবনা যখন তৈরি হয় তখন মধুর লাগাটাই স্বাভাবিক) লাগলো যখন ফোন ধরলেন তখনই বুঝতে পেরেছি ফোনটি পেয়ে যাচ্ছি। কারণ হারানো বিষয়ে ফিরে পাওয়ার ধারণা খুব উঁচুতে। কারণ আমার একটা সাইকেল দুইবা হারাইছিল ফিরে পেয়েছি, পেনড্রাইভ হারাইছিল পাঁচদিন পরে ফিরে পেয়েছি। হিশাব করলে এই তালিকা আরো দীর্ঘ হবে। যাই হৌক কথাবার্তা বলার পর সত্যি সত্যি ফেরত পেয়ে গেলাম ফোনটা। আমার বাসার চার গলি পরেই তাঁহার বাসা।
বিয়েটা না হলে একটা প্রেমের গণ্ধ পাচ্ছিলাম। কণ্ঠটা সত্যিই মধুর, নামটাও সুন্দর আদুরি…
* সঙ্গে তাঁর বন্ধুও ছিল রাহা এবং ওয়াসিম।
১৪ বৈশাখ ১৪২৫