আমি কে?
আমি তো আমি না
আমি তুমি
তুমি কে?
তুমি তো তুমি না
তুমি আমি
আর
আমরা কারা?
আমরা তো তোমরা না
আমরা তোমরা
তোমরা কারা?
তোমরা তো তোমরা না
তোমরা আমরা
আমি?
আমি তো কেউ না…
আমি আমি
আমি তুমি
আমি তোমরা
আমি আমরা
আমি কেউ না
আহা! আমি তো কেউ না
কেউ না, কেউ না, কেউ না…
১৮ ফাল্গুন ১৪২১