আমার সব কিছু উল্টাপাল্টার মতো পড়ালেখাও কিছুটা উল্টাপাল্টা। বহুদিন আগে কালপুরুষ পড়েছিলাম, তখন বয়স হবে ১৪/১৫। এখন পড়তেছি কালবেলা। পড়তে পড়তে মোটামুটি ২০০ পাতা পড়ার পর উপন্যাসে নায়িকা মাধবিলতার প্রবেশের সময় অদ্ভূত এক শিহরণ অনুভূত হলো। কালপুরুষ পড়ার সময় মাধবিলতাকে মা মা মনে হতো। আর কালবেলায় এসে প্রেমিকা প্রেমিকা লাগতেছে।
তারেক মাসুদের “মাটির ময়না” চলচ্চিত্রের গানের ঐ লাইনটা বার বার মাথায় চলতেছে, “মাইয়া হয় প্রেমের ভান্ডো মাইয়া হইল মা…”
৮ আষাঢ় ১৪২২
পাঠকের সময় পরিভ্রমণের একটা দৃষ্টান্ত এটা 🙂 শুভ লক্ষণ 🙂