গত এক বছরে বলতে গেলে নিজের লেখা কিছুই লেখা হয় নাই। আস্তে আস্তে কিভাবে যেন অনেক কিছু থেকেই দূরে সরে গেছি। খুবই লিমিটেড হয়ে গেছে জীবন। ১২ মাসে ৭/৮ বার গ্রামের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়াও হয় নাই তাও সকালে গিয়ে রাতের মধ্যে ফেরা। পেশাগত কারণে অথবা জীবনের প্রয়োজনে প্রায় হাজার দশেক পাতার মতো কম্পোজ, কাটাকুটি, কনভার্টসহ হাবিজাবি কাজ করা হইছে। পড়াশুনাও বলতে এই কাজের মধ্যেই পড়া। এর বাইরে মনে হয় ৭/৮ টা বইও পড়া হয় নাই। সিনেমা দেখা অথবা সিরিয়াল দেখাও মনে হয় ১০ এর বেশি হবে না। টুকটাক কিছু বক্তৃতা শোনা অথবা দেখা হইছে আর গান শুনা এই পর্যন্তই। ফেসবুকেও আসা হয় খুবই কম। মাঝে মাঝে ভাবি হাবিজাবি কিছু লিখবো, কেন জানি সেটাও ইচ্ছা করে না। লিখতে বসওে তেমন কিছু বের হচ্ছে না, অথচ অনেক কিছুই আছে লেখার। কিন্তু লেখালেখি থেকে শুরু করে সবকিছুতেই এক ধরনের বন্ধ্যাত্বতা চলতেছে। টুকটাক সব কাজ চললেও নিজের পছন্দমতো কোন কাজই, ঠিকমতো চলতেছে না। হয়তো এভাবে আরো অনেকদিন যাবে। কতদিন যাবে কিছুই বলা যাচ্ছে না। হয়তো এক বছর, দেড় বছর অথবা তারও বেশি…