কোন এক শবে বরাতের রাতে আমরা বেশ কয়েকজন আয়োজন করে নামাজ পড়তে গেলাম। আমি রাজিব, রানা, টুকু, জসিম। আরো কে কে ছিল এখন আর মনে নাই। আমরা বড় মসজিদে নামায পড়তাম। সেই সময় হালকা শীত ছিল তাই যাওয়ার সময় বাসা থেকে জায়নামাযের সঙ্গে বিছানার চাদর নিয়ে গিয়েছিলাম। রাজিবরা বাসা থেকে কাঁথা অথবা কম্বলও নিয়ে গেয়ছিল।
রাত দুইটা তিনটার দিকে সবাই ঘুমিয়ে পড়লাম। ফজরের আযানের সময় ঘুম থেকে উঠলাম। উঠে আমরা আবিষ্কার করলাম আমাদের জায়নামায ছাড়া আর কোন কিছু নাই। বিছানার চাদর, কাঁথা/কম্বলও হাওয়া। আমরা টেরই পাইলাম না।