বাংলাদেশ প্রতিদিনের ঈদ সংখ্যায় মুশফিকের একটা লেখা পড়লাম। অনুলেখক ছিলেন রাশেদুর রহমান। লেখাটা অনুলিখন হলেও বেশ ভাল লেখা বা সাবলীল লেখা। অন্তত আমার ভাল লেগেছে। আমাদের খেলোয়াররা যদি অবসর সময়ে অথবা খেলা থেকে অবসর নেয়ার পরে নিয়মিত কলাম লিখতেন তাহলে ভাল হইত। অনেক কিছু জানতে পারতাম।
আমি যেহেতু অ্যাডভেঞ্চারের সঙ্গে জড়িত তাই এই বিষয়ে দুয়েকটা কথা বলা যেতে পারে। এটা আমার অভিমতও হতে পারে। আমাদের এখানে যাঁরা অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে জড়িত আছেন বিশেষ করে মাউন্টেনিয়িরিংয়ে। তাঁদের পেটে বোমা মেরেও লেখা বের করা যায় না। অদ্রিতে যুক্ত থাকার কারণে এই বিষয়টা চোখে পড়েছে বেশি। কেন জানি আমরা লেখালেখির দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। ওপার বাংলায় তাকালে প্রচুর বইপত্র পাওয়া যায় বাংলায়। কিন্তু আমাদের এপারে খুবই কম এই বিষয়ে বইপত্র। ধ্রুব দা, বাবু ভাই, মুনতাসীর ভাই, শাকিল ভাই বই আছে। মুসা ভাইকে নিয়ে বিতর্ক থাকলেও উনার বইপত্র আছে। আক্ষেপের বিষয় মুহিত ভাই, নিশু আপা, ওয়াজফিয়া আপাদের কোন বইপত্র নাই। অন্তত আমার চোখে পড়ে নাই। উল্লেখযোগ্য লেখাও চোখেও পড়ে নাই। এটা আমার জন্য একটা আক্ষেপের বিষয়। নিশ্চয়ই আমার মতো অনেকেই এই বিষয়ে আক্ষেপ করবেন।
এই সেক্টরটাকে অবহেলার কি আছে?