
পড়া শুরু করেছিলাম তিন গোয়েন্দা দিয়ে। বইয়ের নাম ছিল, ‘বেড়ালের অপরাধ’। লেখক রকিব হাসান। সেই থেকে শুরু। তারপর মাসুদ রানা। আজকের অনেক পাগলামীর পেছনে তিন গোয়েন্দা অথবা মাসুদ রানার হাত আছে। অনেক কিছু জেনেছি সেখান থেকে। আজ কাজী আনোয়ার হোসেনের জন্মদিন।
.
জন্ম শুভ হোক কাজী দা।

আমার বান্ধবী আর বোনকূলের কাছ থেকে যত বই উপহার পেয়েছি তার বেশির ভাগ অন্তত নব্বই ভাগ বই ছিল হিমু বিষয়ক। অনেকেই নাকি আমার ভেতর হিমুর ছায়া দেখতে পায়। :p আজ হুমায়ূন আহমদের মৃত্যুদিন। দূর্ভাগ্য হিমু বিষয়ক আর কোন লেখার জন্ম হবে না এই পৃথিবীতে। 🙁
.

কিছুদিন পর ২৮ জুলাই আহমদ ছফার মৃত্যুদিন। হুমায়ূন আহমেদ তাঁর স্মৃতিচারণে এক জায়গায় লিখেছেন, ‘ছফা ভাই ছিলেন আমার Mentor এই ইংরেজি শব্দটির সঠিক বাংলা নেই। Mentor এমন গুরু যার প্রধান চেষ্টা শিষ্যকে পথ দেখিয়ে উঁচুতে তোলা।’ আহমদ ছফা আজীবন চেষ্টা করেছেন নতুন লেখকদের অথবা প্রতিভাবান মানুষদের উঁচুতে তুলতে।
.
আমার সৌভাগ্য আহমদ ছফাকে নিয়ে কিছু কাজ করার সুযোগ হয়েছে। এখনো করার চেষ্টা করছি।