সবাই দুপুরের দিকে জিজ্ঞেস করে খাওয়া হইছে? লাঞ্চ করা হইছে? অফিসে মোটামুটি ৮০% লোকজন জিজ্ঞেস করে লাঞ্চ করা হইছে?
.
যখন স্কুলে পড়তাম তখন দুপুরের এই খাওয়াকে টিফিন বলতাম। চার ক্লাশ পরে টিফিনের ৪৫ মিনিট বিরতী দিত আমরা সবাই বাসায় যেয়ে খেয়ে আসতাম। যাঁদের বাসা দূরে তাঁরা খাবার নিয়ে আসতো অথবা মায়েরা টিফিন বক্সে করে খাবার নিয়ে আসতো। বাচ্চাদের খাইয়ে দিত।
.
বর্তমানে এটা মোটামুটি অঘোষিতভাবে ঠিক হয়ে গেছে। টিফিন ছোটরা খায়, আর লাঞ্চ বড়রা।
.
অনেকদিন পর এক বন্ধু জিজ্ঞেস করলো টিফিন খাইছেন? শুনে মজা লাগলো। আজও জিজ্ঞেস করলো টিফিন খাওয়া হইছে?
.
শুনতে ভালই লাগল। আমার আশেপাশের সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোটই থেকে গেলাম। বড় হচ্ছি না, বড় হতে ভালও লাগে না। 
.
২০ মাঘ ১৪২২