নোটবুক

এই নোটবুকটা দেখতে খুবই সাধারণ মনে হইলেও এর ভিতরে অনেক কিছু আছে। ২০১০ সালের মার্চের ১ তারিখে সাইকেল নিয়ে ৬৪ জেলা ঘুরতে বের হয়েছিলাম। ঢাকা থেকে এক তারিখে বের হলেও দুই তারিখে নারায়ণগঞ্জে উদ্বোধন হয়েছিল। সেখানে মনা ভাই, আবু বক্কর ভাই আর আব্দুল্লাহ ভাই ছিলেন। আবু বক্কর ভাই এই নোটবুকটি হাতে ধরিয়ে দিয়েছিলেন। ২০১০ এর পরে যতগুলা উল্লেখ করার মতো এক্সপেডিশন করেছি প্রতিটা এক্সপেডিশনে এই নোটবুকটা ছিল। খুবই ছোট ছোট ঘটনাগুলো এখানে টুকে রাখতাম। ৬৪ জেলা সাইক্লিং, সিলেট থেকে কক্সবাজার সাইক্লিং, তেঁতুলিয়া টেকনাফ হাঁটা, শ্রীলঙ্কা ফুল সার্কেল সাইক্লিংসহ ছোটখাট আরো অনেক কিছু। মজার ব্যাপার হলো নোটবুকের অর্ধেক পাতা মাত্র শেষ হয়েছে। হয়তো আরো সাত বছর চলে যাবে এই নোটবুকে। আপনারে শুকরিয়া মাম্মা ( Abu Bakker Siddeak )। 

 

Abu Bakker Siddeak (Md Shariful Islam) মাম্মা কত ছোট জিনিস, কত আবেগ জড়িত…কত মায়ার এ ভূবন…আপনারা ৬৪ জেলা সাইক্লিংয়ে যাচ্ছে, কিছু একটা উপহার দিতে ইচ্ছেকরছিল,কিন্তু এদিকে ও খেয়াল রাখতে হচ্ছে যেন তা আপনার ট্যুরে বিড়ম্বনা না ঘটায়, ব্যাগের ওজন ও আকারে কোন প্রভাব না পড়ে কিন্তু কাজে লাগবে। তাছাড়া হাতে টাকাও তেমন ছিলনা। তখন মনে হল নোটবুক দেয়ার কথা, এ নোটবুকটার প্রথম ২ পাতায় কি যেন লিখেও ছিলাম যেহেতু নতুন একটা কিনার টাকা ছিলনা তাই ঐ ২ পাতা ছিড়ে আপনার হাতে তুলে দিয়ে ছিলাম। ধন্যবাদ মামা সুন্দর কিছু স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য। জানেন ঐ দিন তৎকালীন প্রধান মন্ত্রীয় জ্বালানী বিষয়ক উপদেষ্টা জনাব তওফিক এলাহী আপনাদের যাত্রা উদ্বোধন করার পর আমরা যখন বাসে ঢাকা দিকে রওয়ানা হলাম জানালার পাশে বসেছিলাম রাস্তায় আপনাদের দেখার আসায়। কিছুক্ষণ পরই দেখতে পেয়ে মন আনন্দে নেচে উঠেছিলি, অনুভুত হচ্ছিল কতদিন পর দেখা..বাসের জ্বানালাদিয়ে পিছন ততক্ষণ তাকিয়ে ছিলাম যতক্ষণ আপনার একাহারী দেহ আর ঝরাজীর্ণ সাইকেলটা রাস্তার বাঁকে মিশেনা গেছে। চোখের কোনে পানিও জমেছিলা আজ যদি একটা ভাল সাইকেল থাকতো তাহলে ট্যুরে কষ্ট কম হত…..মামা এখন আমরা চাইলে হয়ত ভালমানের বেশী দামের সাইকেল জোগাড় করতে পারি, কিন্তু হয়তো আগের মত আর আবেগী হতে পারি না……..আমার কাছে বরাবরই বিষ্ময়ের ব্যাপার ঐ সাইকেল দিয়ে কিভাবে আপনি পুরোটা দেশ চষে বেড়ালেন।…অকেন বেশী লেখা হয়ে যাচ্ছে ট্রিপটির সবগুলো ঘটনা এখনও কতটা প্রানবন্ত, জ্বলন্ত…..আপনার একাগ্রতা,সাহসীকতাকে স্যলুট।????

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.