বই রিভিয়্যু–আমিনুল ইসলাম

বইয়ের নাম: ৬৪ জেলায় কি দেখেছি। সাইকেল ভ্রমণের রোজনামচা।
ধরণ: ভ্রমণ গল্প
লেখক: মোহাম্মদ শরীফুল ইসলাম
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৯
প্রকাশনী: আগামী প্রকাশনী

রবীন্দ্রনাথের বা অন্য কারো ছোট গল্পগুলো পড়ে সব সময় একটা অতৃপ্তি থেকে যায়। ইশ! গল্পটার শেষটা এমন হলো কেন বা গল্পটা যদি আরেকটু বড় হতো।
ঠিক এই ১৭৫ পৃষ্ঠার মোটা বইটা পড়ার শেষেও এমন মনে হয়েছে, ইশ! বাংলাদেশের জেলা ৬৪ টা না হয়ে যদি আরো বেশি হতো। এর মধ্যে লেখক (সাইক্লিস্ট) আবার একটা জেলা সদরে যায় নাই। অর্থাৎ আমার এতদিনে অজানা একটা বিষয় ছিল যে নোয়াখালী নামে কোনো জায়গা এখন নেই। এই জেলার সকল কার্যক্রম মাইজদীতে হয়‌।

ইচ্ছা ছিল দীর্ঘ সাত দিন সময় লাগিয়ে ঠান্ডা মাথায় এই বইটা পড়বো। কিন্তু ঢাকা থেকে শুরু করে ৬২ জেলা চক্কর মেরে তিন দিনের মাথায় লেখকের সাথে সাথে আমিও পৌঁছে গেলাম সর্বশেষ কক্সবাজার জেলায়। যেখানে লেখকের লেগেছে পাক্কা ৫৫ দিন। মনে হচ্ছিল আমি নিজেই সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বের হয়েছি (অবশ্য ইচ্ছাও আছে)‌।

আনন্দ, আবেগ, রাগ, ভালোবাসা, আতিথেয়তা, ভয়, ক্লান্তি ইত্যাদি সব কিছু লেখকের সাথে সাথে নিজেও টের পাচ্ছিলাম। লেখক হিসেবে লেখকের সার্থকতা খুব সম্ভবত এটাই।

বইয়ের কিছু লেখা বা উক্তি যা উল্লেখ না করলেই নয়:
১। এমনকি তাঁর পরিবারের সবাই আমার জন্য না খেয়ে অপেক্ষাও করেছেন দীর্ঘ সময়।
২। আপনি তো জঙ্গিও হতে পারেন।
৩। ছুটির দিনে কোনো কাজ করেন না।
৪। ৩৬ পৃষ্ঠায় এনডিসির লেখা।
৫। যে কেয়ারটেকার বলেছিলেন সার্কিট হাউসে কোনো ঘর খালি নাই সেই কেয়ারটেকারই এসে জানিয়ে দিলেন আমার জন্য ঘরের ব্যবস্থা হয়ে গেছে।
৬। হোয়ার আর ইউ ফ্রম?
৭। বটগাছের নিচে একটা স্কুল
৮। এই রাস্তাটা কুফা
৯। ব্যারেজের আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা অন্তহীন।
১০। কাঁটাতারের ওপারে আমার দেশ না, কিন্তু দেখতে তো তেমন পার্থক্য নেই।
১১। সাপুড়ে
১২। ভাই, আপনে কি হিট খাইছেন?
১৩। এক হাতেই সাইকেল চালাচ্ছিলেন।
১৪। ঠিকানা কোথায়?
১৫। ভাই, আপনাকে কেন জানি চেনা চেনা লাগতেছে

বইটা পড়ার সময় গুগল ম্যাপ বের করে প্রতিটি রাস্তার বিবরণ বইয়ের সাথে মিলিয়েছি। এতে:
১। নিজ দেশের জেলাগুলোর অবস্থান সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে।
২। নিজে কখনো এমন ভ্রমণে বের হলে লেখকের মতো গুগল ম্যাপ ছাড়াই চলা যাবে।

লেখককে পেলে একটা প্রশ্ন করতাম, “আচ্ছা ঐ রোজী আপা আর বাপ্পি ভাইয়ের কি খবর এখন?”

প্রচ্ছদ: ক্রিয়েটিভ কিন্তু আমার কাছে ব্যক্তিগত ভাবে খুব বেশি ভালো লাগেনি।
প্রকাশনা: কাগজের মান, বাঁধাই এক কথায় দারুন।
নামকরণ: বইয়ের নামকরণ যথার্থ হয়েছে।

ওভারঅল রেটিং: ❤️❤️❤️

https://www.facebook.com/groups/bdcyclists/permalink/2422940131052091/

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.