ঘটনা এক:
আজকে সকালে বাসা থেকে অফিসের পথে রওনা হয়েছি, সকাল ১০ টার দিকে বসুন্ধরার সামনে দিয়ে চালাচ্ছি, হঠাৎ করে পেছন থেকে আরেকজন সাইক্লিস্ট খুব জোরে আমার পাশ দিয়ে এসে আমাকে একদম বামে চাপ দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিলো (ফুতপাতের পাশ দিয়ে যেখান দিয়ে পানি যায় সেটাকে ড্রেন বলছি); অল্পের জন্য বেঁচে গেলাম, দূর থেকে দেখে মনে হয়েছে ট্রেক ৩৭০০ মডেলের সাইকেল হবে। হয়তো সামসামনি দেখলে চিনতে পারতাম। আমি নিশ্চিত তিনি ইচ্ছা করেই এই ঘটনা ঘটিয়েছেন। কারণ তার পাশে কোন গাড়ি ছিল না। হয়তো আমার ২০ চাকার সাইকেল দেখে নিজেকে অনেক বড় মনে করেছেন এবং ২৬ চাকার ট্রেক ৩৭০০ এর বাহাদুরি দেখিয়েছেন। তার আচরণে আমার এমনই মনে হয়েছে।
ঘটনা দুই:
অফিস থেকে এলিফ্যান্ট রোড যাব হেটে হেটে রওনা দিয়েছি। সময় দুপুর ৩ টা হবে। পরিবাগের ব্রিজের কাছে দেখি এক সাইক্লিস্ট ফুটপাথ দিয়ে সাইকেল চালাচ্ছিলেন উল্টা দিক থেকে আসা তিনজন পথচারীর সঙ্গে সেই সাইক্লিস্টের ঝগড়া লেগে গেল। কাহিনী হলো ফুটপাতের লোকজন সাইক্লিস্টকে ফুটপাথে চালাতে দেখে কিছু বলেছে। সেটা নিয়ে সাইক্লিস্ট উত্তেজিত ভাবে ঝগড়া করছেন।
এই দুইটি ঘটনা বাস্তব এবং আমার চোখের সামনে ঘটেছে একটি ঘটনায় আমি নিজে ছিলাম।
এখন কথা হলো আমরা যারা সাইক্লিং করি, তাদের কি এই ধরনের ব্যবহার করা উচিৎ? আমরা যদি এই ধরনের ব্যবহার করি তা হলে দুইদিন পর মোটরসাইকেল ওয়ালাদের মতো আমাদেরও গালি দিবে। আমাদের উচিৎ না নিজেদের এই ধরনের আচরণ থেকে সংযোত রাখা?