আমি একটা গল্প। আমার গল্পটা সবাই পড়ে, পড়ে ঘোরের মধ্যে। গল্প পড়ে কেউ কেউ টাকা-পয়সা দেয়। কেউ কেউ এটা সেটাও দেয়। কেউ কিছুই দেয় না। ঘোর কেটে গেলে এক সময় সবাই যার যার স্বাভাবিক কাজে ফিরে যায়। ভালই লাগে সবার ফিরে যাওয়া দেখতে। আমি আমার জায়গায় বসে থাকি। আরেকজন আমাকে পড়বে সেই আসায়। আবার আমায় কেউ পড়বে না সেই আসায়ও…
.
৭ পৌষ ১৪২২