রাত দুইটার দিকে টয়লেটে ঢুকে পাশের বাসার টয়লেটের দম্পতির কথার্বার্তা শুনছি।
— এই শুনছো, আমি তো ভিজে গেছি। (মহিলা)
— ভিজে গেছ মানে কি?
— কল ভেঙ্গে গেছে।
— কল ভেঙ্গে গেছে মানে কি?
— তুমি এসে দেখতে পার না? শুয়ে শুয়ে শুধু প্রশ্ন করতেছে।
— হায় হায়, কল ভাঙ্গলা কেমনে? এত রাতে এইটা ঠিক করমু কিভাবে?
— আমি ভাঙ্গছি নাকি! কল ছাড়তে গেছি আর ভেঙ্গে গেছে। দেখ না ভিজে গেছি।
— আরে ভিজে গেছ, জামা পাল্টাইলে ঠিক হয়ে যাবে। কিন্তু কল ঠিক করবো কিভাবে? এত রাতে তো মিস্ত্রি পাব না। আর বাড়িওয়ালাকেও ফোন দেয়া যাবে না।
— আমি কিছু জানি না। তুমি যা ইচ্ছা কর। কতবার বলছি একটা ভাল বাসা নিতে।
— কথা কম বল। সব জায়গায় ঝামেলা করে। যাও দেখ কোথাও কাঠের টুকরা আছে কিনা। পাইপের ভিতর দিয়া কোন রকমে আটকে রাখতে হবে। সকালে মিস্ত্রি এনে ঠিক করাতে হবে।
— কাঠ তো পাই নাই।
— যাও পুরানো গেঞ্জির টুকরা নিয়া আস।
পুরানা গেঞ্জির টুকরা দিয়া পানি আটকাতে পারবে কিনা জানি না। আমার টয়লেট শেষ আমি চলে আসছি। তবে উনাদের নতুন বছরের শুরুটা মন্দ না। :p
.
১ জানুয়ারি ২০১৬