অদ্ভুত এক ভাললাগা নিয়ে শেষ করলাম মোহাম্মদ শরীফুল ইসলাম ভায়ের লেখা “৬৪ জেলায় কি দেখেছি – সাইকেল ভ্রমণের রোজনামচা”। ১৭৫ পৃষ্ঠার বইটি পড়বার সময় এক মুহূর্তের জন্যও একঘেয়েমি আসেনি। সহজ, সরল, চমৎকার বর্ণনা। কোন বানান ভুল চোখে পড়েনি। প্রতিদিন নতুন রাস্তা, নতুন পরিবশ, নতুন মানুষের সাথে লেখকের সাক্ষাৎ হয়েছে। বইটি পড়বার সময় আমিও কল্পনায় লেখকের সাথে ছিলাম। আমার কাছেও ভ্রমণে নির্দিষ্ট যায়গা দেখার চেয়ে পথের সৌন্দর্য আর স্থানীয় মানুষদের সাথে মিশতে পারাটা বেশি আনন্দের মনে হয়। বইটি থেকে সেটি আরও বেশি চমৎকারভাবে উপলব্ধি করলাম। প্রায় দুই মাস সাইকেল চালিয়ে তিনি ৬৪ জেলা ঘুরেছেন। আরও বেশি আশ্চর্য হয়েছি এটা দেখে যে, দুমাসে ৩৯৮৪ কিমি সাইকেল চালানোর সময় তাঁর খরচ হয়েছে মাত্র ৮৫৭০ টাকা।
আরেকটা মজার বিষয়, আমি নিজেও জানতাম না নোয়াখালী নামে কোন নির্দিষ্ট যায়গা নাই মানে জেলা নাই ! বইটি থেকে জানতে পারলাম! যারা নোয়াখালী বিভাগ চান তারা আগে নোয়াখালী জেলা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন
!
বইটি পড়ে আমার ভবঘুরে মনে আরও বেশি হাওয়া লেগেছে! সাইকেল নিয়ে আমিও বেরিয়ে যেতে চাই দেশ-বিদেশের আনাচে-কানাচে।
বইটি সংগ্রহ করতে পারবেন বইমেলায় আগামী প্রকাশনীর প্যাভিলিয়ন থেকে।