বই রিভিয়ু–সাজেদুর রহমান

অন্যরকম এক মুগ্ধতা নিয়ে শেষ করলাম

একবসায় শেষ করার মত বই, যদিও সময়ের অভাবে দুইবারে শেষ করেছি। খুবই সহজ সাধারন শব্দ ব্যবহার করে লেখা। প্রতিটা মুহুর্তে পরে কি হল জানার একটা আগ্রহ তৈরি হয়েছিল, যে কারণে আর উঠতে পারিনাই। বাংলাদেশে পাতা হিসাবে বইয়ের দাম হয়, লেখনির কোন দাম নাই৷ নইলে এই বইয়ের দাম ৮০০-১২০০ টাকা হওয়া উচিৎ ছিল। অথচ এমন বই ২-৩০০ টাকায় মিলে। এই বইটা পড়ে কেউ চাইলে সহজেই বেরিয়ে পড়তে পারবে সাইকেল নিয়ে ৬৪ জেলা দেখতে।

কেন বললাম সহজেই বেরিয়ে পড়তে পারবে? এর কারণ বইয়ের তথ্য না। তথ্যের অভাব আজকাল গুগল ফেসবুকের কারণে নাই। বইটিতে আছে দেশ নিয়ে, বিভিন্ন জেলার মানুষ নিয়ে অন্যরকম পজিটিভিটি। আমরা সবসময়ই ভাবি পথে নামলেই কেউ না কেউ আমার ক্ষতি করবে৷ বইটাতে প্রতিটা পাতায় প্রতিটা জেলার মানুষের আন্তরিকতা নিয়ে লেখা। হয়তো লেখকের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে ভ্রমনে, কিন্তু সেগুলো জায়গা পায়নি বইয়ে। এই জন্য ধন্যবাদ দিতে চাই ওনাকে।

ভাল হোক আর খারাপ সবই অভিজ্ঞতা আর সবটার ই প্রয়োজন আছে। তবে ভাল অভিজ্ঞতা নিয়ে বেশি কথা বললে মনে সাহস জাগে অনেক। আমি লেখককে চিনি না সেভাবে, তবে বই পড়ে মনে হচ্ছে অনেক দিনের চেনা। কোনদিন সুযোগ সৌভাগ্য হলে দেখা করবো।

বইয়ের শেষে ছিল,

টেকনাফ থেকে তেতুলিয়া সাইকেল চালিয়ে অনেক গর্ব হয়েছিল, মনে হয়েছিল অনেক বড় কিছু করে ফেলেছি কিন্তু ৬৪ জেলা শেষ করে মনে হচ্ছে কিছুই করিনি। আমার অনেক আগে সাধারণ একটা সাইকেল নিয়ে ৬৪ জেলা ঘুরে বেড়িয়েছেন, তাকে কেউ চিনে না কেউ তেমন জানেও না তার ব্যাপারে। নাম খ্যাতি না, শুধু নিজের আত্মার ক্ষুধা মেটানোর জন্য ঘুরেছেন তখন আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল।

এমন কিছু একটা ছিল। আসলে ছোটখাট অর্জনে আমাদের মনে একটু অহংকার চলে আসে আর বড়কিছু অর্জনে মানুষ বিনয়ী হয়। আমার এখনো মনে পড়ে প্রথম সলো ট্রিপ দিয়ে এসে মনে হয়েছিল মেলা বড় কিছু করে ফেলেছি ? বিশাল বড় মানের ট্র্যাভেলার আমি। পরে যখন আরো ঘুরতে থাকলাম আশপাশের মানুষকে চিনলাম আমার অহংকার ও ভেঙে চুরমার হয়ে গিয়েছিল৷

আমার ৮ দেশ ঘুরা হয়ে গেছে এপর্যন্ত তারপরেও ৬৪ জেলার সাইকেল ভ্রমনের নখের সমান ও না আমার এতগুলা দেশ ঘুরা। কয়টা দেশ ঘুরলাম সেটা কোন গুরুত্ব বহন করেনা, কয়টা কোয়ালিটি ট্রিপ দিলাম যা আজীবন মনে গেঁথে থাকবে সেটাই বড়। আমার কাছে এখনো বান্দরবানে দেয়া প্রথম ট্রিপ টা স্পেশাল, নেপালে অন্নপূর্ণা ট্রিপ টা স্পেশাল।

যারা ভ্রমনে আগ্রহী বিশেষ করে সলো ট্র্যাভেলে তাদের জন্য এই বই অবশ্যপাঠ্য। ট্রিপে যাবার আগে তো পড়াশোনা করতে হয়। ট্রিপ টা তো প্র্যাকটিকাল ব্যাপার স্যাপার এটা হল থিওরি৷ এটাকে তেমনি টেক্সট বই হিসাবে ধরে পড়তে রিকমেন্ড করবো৷ বইটা বাংলাদেশ কে আরেকটু ভালভাবে চিনতে সাহায্য করবে। দেশকে আর দেশের মানুষকে ভালবাসতে শেখাবে। আর এই বইটাকে আপনার ট্রিপের বেষ্ট ৩০০ টাকা ইনভেস্টমেন্ট হিসাবে ধরতে পারেন। এমন বই ৩০০ টাকা মানে ফ্রিতে পাওয়াই। বিদেশি লেখকের হলে এ বই ১৫-২০ ডলার দাম হত৷

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.