সাধারণত বাসা থেকে অফিসে হেঁটেই আসি।
বাসা থেকে অফিসে হেঁটে আসতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। সাইকেলে আসলে ১০ থেকে ১২ মিনিট। হেঁটে আসলে সাধারণত হাতের ডান দিক দিয়েই হাঁটি।
আজকে আসতে আসতে হাতের ডান দিকে মোট ২৯১ টা সাইনবোর্ড দেখলাম। এর মধ্যে ১৮৯ টা সাইনবোর্ড ইংরেজিতে এবং ১০২ টা সাইনবোর্ড বাংলাতে।
কিছু সাইনবোর্ড ইংরেজি বাংলা দুই ভাষাতেই আছে। কিন্তু দুঃখের বিষয় বেশির ভাগ সাইনবোর্ডেই প্রথমে ইংরেজি তারপরে বাংলা। অর্থাৎ উপরে ইংরেজি তারপরে বাংলা।


মোহাম্মদপুর থেকে ধানমন্ডি ৬/এ?
৪/এ …