তুমি ছিলে এই বুকের মধ্যে খানে
তবে কেন কি কারণে চলে গেলে
আমি তোমায় কভু ক্ষমা করবো না তো
এই দুচোখ বিনিদ্র রাত আর কাটাবে না…
তবু তুমি এই শাস্তি কেন দিলে
আ-মায়, দিলে আমায়
ভেঙ্গে কেন গেলে তুমি
তোমার সকল প্রতিশ্রুতি
আজও আমি মরিচিকার মত ভেবে মরি
এই কি সেই ভালবাসার তুমি
তবু তুমি…
সাঁঝের বেলায় স্বপ্ন যে মোর
দূর আকাশে ভেসে বেড়ায়
হাত বাড়ালেই স্বপ্নগুলো
দূর আকাশ বুকে হারিয়ে যায়
তবু তুমি…
সমুদ্রের উত্তাল ঢেউগুলি
গর্জে উঠে বলে, তুমি আমার
গিরি-পর্বতগুলো আর্তনাদে
আজ ফেটে পড়ে
শুধু তুমি আমার বলে
বৃক্ষ রাজিরা আজ তোমার
আমার ছড়িয়ে দিয়েছে
তার পত্র-পল্লবে
তবুও কি তুমি বলতে চাও
তুমি ঠিক ছিলে
আর আমি ও আমার স্বপ্নগুলো
সব ভুল ছিল
তবু তুমি আমায় রেখে
চলে গেলে চীর সুখের সেই
চিরন্তর অচিনপুরে।