সারাবছর মাথার মধ্যে নানারকম পরিকল্পনা ঘুরপাক খেতে থাকে। গতবছর হঠাৎ করেই মাথার মধ্যে একটা পরিকল্পনা আসল ‘ট্র্যাভেলার্স অফ বাংলাদেশে’র ভ্রমণ নিয়ে একটি ভ্রমণ সঙ্কলন বের করবো। টিওবি এটা নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম। সেই পোস্টে অনেক লাইক আর অনেক উৎসাহজনক কথাবার্তাও পেলাম। উৎসাহকারীদের পাশাপাশি একজন মহান পণ্ডিত অ্যাডভেঞ্চারার্স সূক্ষ্ম খোচাও মেরেছিলেন। সেই পরিকল্পনা ফেসবুক থেকে ছবির হাট পর্যন্ত গিয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি।
এবছর টিওবি থেকে যখন এডমিন বানানো হল এবং এ বছরের সম্ভাব্য কার্যবিবরণীতে একটি প্রকাশনা বের করার কথা বলা হল। তখন পূর্বের ইচ্ছাটা আবার মাথাচারা দিয়ে উঠল। মোটামুটি সালেহীন ভাইকে নিয়ে নেমে পরলাম কার্যসম্পাদন করার জন্য। গতবারের মত এবার আর ফেসবুকে কোন পোস্ট না দুইজনে মিলেই কাজ করবো ঠিক করে নিলাম, পরবর্তীতে ইমরান ভাইকে সঙ্গে নিলাম। অর্থাৎ তিন জনে মিলে সম্পাদক। সালেহীন ভাই বার বার বলার চেষ্টা করছেন, ‘আপনি সম্পাদক, আমি আপনার সহকারী হিসাবে কাজ করবো।’ তাঁর প্রস্তাবে আমি অবশ্যই রাজী না। কারণ আমি সম্পাদকের কাজে নেমেছি সালেহীন ভাই আর ইমরান ভাইয়ের ভরসাতেই। আমি সম্পাদনের ‘স’ও বুঝি না।
তবে যাই হোক, আমরা শেষ পর্যন্ত অনেকদূর এগিয়ে গিয়েছি। সঙ্কলন বিক্রির জন্য অগ্রিম টাকাও নেয়া শুরু করে দিয়েছি। টাকা নিয়ে নিচ্ছি মানে আমাদের দায়বদ্ধ হয়ে গেলাম টিওবির সদস্যদের কাছে। যেভাবেই হোক টিওবির ভ্রমণ সঙ্কলনটি বের করতে হবে। আশা করি আমাদের সঙ্কলনটি খারাপ হবে না।
সঙ্কলনটি মোট ১৬০ পৃষ্ঠার হবে, এরমধ্যে ১৬ পৃষ্ঠায় থাকবে ‘ট্র্যাভেলার্স অফ বাংলাদেশে’র ভ্রমণের দুর্দান্ত কিছু ছবি। এবং বেশ কিছু মজার মজার ভ্রমণ কাহিনী।
কেউ যদি সঙ্কলনটি সংগ্রহ করতে এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন।