বাঘের বিদ্যুৎ
সুরাইয়া বেগম
রামপাল নাকি বামপাল !
হচ্ছে কি ভাই কতবেল?
বাঘের মাসি দিচ্ছে ফাঁসি
সুন্দরীর সব উঠছে কাশি।
গোলপাতা সব গোল হয়ে
যাচ্ছে কতক ফুটবল হয়ে।
সুন্দরবনের পাখির পাখায়
ফুল ফুটেছে শাখায় শাখায়।
নদীর পানি জল না হয়ে
বইছে নাকি সরাব হয়ে?
সরকার নাকি সরকার আছে
ভাবছি কি ভাই আছে বেঁচে?
দুনিয়া নাকি উল্টে গেছে
বাঁচার জন্যে কার্বন ডাই অক্সাইড আছে।
বাঘ মামা আজও ঘুমিয়ে আছে
স্বপ্নে দেখছে মন্ত্রীদেরকে।
তারা নাকি ঘুষ দিয়েছে
মামা তাই দাত কেলিয়ে
বলছে তাই হালুম, হচ্ছে হালুম
আমি হালুম পাব বিদ্যুৎ
দিনকানা তো আমি হালুম
দেখব দিনে লাইট জ্বালিয়ে মন্ত্রীদেরকে
হালুম হালুম হালুম।
৫ অক্টোবর ২০১৩
ছবি: ইন্টারনেট।