ভ্রমণ শুধু সুন্দর হোটেলে থাকলাম, খাইলাম, ঘুরলাম তা না। এর বাইরেও অনেক কিছু আছে। ভ্রমণে অজানাকে জানতে হবে। খুঁজে বের করতে হবে অনেক কিছু। প্রতিটা জায়গাতেই কিছু না কিছু আছে। আছে কিছু সুপ্ত প্রতিভা…
বাংলাদেশের বৃহত্তম জলমগ্ন এলাকা নেত্রকোনার হাওড়াঞ্চল ভ্রমণের প্রথম দিন মেঘের উত্তাপ সইতে পেরে ধর্মপাশা, মোহনগঞ্জ, জামালগঞ্জ খালিয়াজুরি এলাকার হাওর ঘুরে কংশ নদীর তীরে পাগলাজুর বাজারে বোট নোঙর করতে হয়েছে। রাতে এখানকার সিদ্ধ বাউল উকিল মুন্সীর এক শিষ্য বাউল মঞ্জিলের কন্ঠের গান অামাদেরকে মাতোয়ারা করে ফেলে।এই বাউল মঞ্জিলের মূল পেশা অাড়তদারদের মালামাল বহন করা। ভারী ভারী বস্তা টানতে গিয়ে শরীর অার কণ্ঠ দুটোরই অার যত্ন নেয়া হয় না। তবুও তার কণ্ঠ অামাদেরকে নাড়া দিয়েছে, নাচিয়েছে।–ফরিদী নুমান
মান করে রাই ক্যানে অাছো…
গীতিকার : জং বাহাদুর
শিল্পী : মঞ্জিল বাউল