ভাবনা গুলো চিত্তের ভিতর ধারণ করে কখনও আমি আমার মত কি হতে পারব না? এখনও ভেবে খুব হাসি পায় জীবনে যে কতবার কত জনের মত হতে চেয়েছি। কারো মত তো হতেই পারিনি এমনকি নিজের মতও না। আমার কাছের মানুষ খুব কম। এমন কি যারা অনেক আপন তারাও ফাঁকি দিয়ে চলে গেছে। আমার খুব কাছের বন্ধুও কম। আমি যখন তখন বন্ধুত্ব করতে পারিনা।
আমার সারাটা সময় আমি ঘুমের মধ্যেই কাটিয়ে দিলাম। কেউ মনে রাখবে এমন কোন কিছুও করিনি। এগুলো হতাশা না অভিযোগ আমি নিজেও জানিনা। আমি সবসময় না পারাটাকে প্রাধান্য দেই এটা আমাকে আরও দুকদম পেছনে নিয়ে যায়। আমিও যে ইচ্ছে করলে করতে পারি তা কখনও আমলে আনিনি। এখনও এমন বোকার মত চেয়ে চেয়ে আশেপাশের মানুষগুলোর কাজ দেখি কিন্তু উদ্যমি হতে পারছিনা। আর কতকাল ভারসাম্যহীনতায় ভুগবো? আর কত কাল অন্যের করা কাজ দেখব? আমিও এদেশের একজন অকৃতজ্ঞ নাগরিক। মরার পর কেউ মনে রাখবে না এমনকি এই দেশও না। আমি আমাকে কিছু দিতে পারি নি এমন কি কাউকেও না।